Back

নতুন A2 ব্যাচ । নতুন গল্প শুরু 

বর্ণমালা স্কুলে 

জয় চিহ্ন দেখানো নিচের ৭জন ছাত্র হলো বর্ণমালা স্কুলের সোমবার DELF A2 ব্যাচের ছাত্র।

এইতো, ৩মাস বর্ণমালা স্কুলে A1 কোর্স শেষ করে, পূনরায় ১সপ্তাহ বিরতি দিয়ে শুরু করে দিলো A2 প্রস্তুতি। সপ্তাহে ৬দিন হার ভাঙ্গা কাজ, মালিকের বকুনি,মেছ মেম্বারদের টিপ্পনী আর ফ্রান্সে বৈধতা নিয়ে অনিশ্চিত জীবনের চিন্তাকে দূরে ঠেলে তারা বিসর্জন দিলো সপ্তাহে ১দিন বিশ্রামের সময়টাকেও। এই আগ্রহ আর নতুন কিছু শিখার বাসনা খুব কম মানুষের মধ্যেই জাগ্রত হয়।

তাইতো কমিউনিটিতে ভাষা দূর্বলতা একটি ব্যাধিতে পরিণত হয়েছে। সবাই পট পট করে ভাষা বলতে চায়, কিন্তু কেউই স্কুলে গিয়ে, বাসায় বসে দু কলম ভাষা শিখায় মনস্থির করতে পারিনা।

জেগে উঠুন, নাহয় জীবনের এমন ধাক্কাতে আপনাকে জাগ্রত হতে হবে, যে দিশেহারা হয়ে যাবেন।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *